মালদা

পৃথিবীকে চির বিদায় জানালেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমান তৃণমূল নেতা রাম প্রবেশ মন্ডল

মারা গেলেন মালদার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমান তৃণমূল নেতা রাম প্রবেশ মন্ডল। জেলা প্রাইমারী স্কুল কাউন্সিলারের প্রাক্তন চেয়ারম্যান তথা প্রবীণ নেতা রাম প্রবেশ মন্ডল কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে চিকিৎসা চলাকালীন তৃণমূলের এই প্রবীন নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই জেলার রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

    পারিবারিক সূত্রে জানা গেছে রামপ্রবেশ মণ্ডল মানিকচক হাই স্কুলের শিক্ষক ছিলেন। ১৯৯৬ সালে রাম প্রবেশ মন্ডল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদন্ধিতা করেন ও নির্বাচিত হন। ২০১১ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর তিনি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পদ গ্রহণ করেন। পরিবার সূত্রে জানা যায়, রামপ্রবেশ মন্ডল কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। সেই জন্য চিকিৎসাধীন ছিলেন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে চিকিৎসা চলাকালীন শনিবার সকাল ৭.১০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।